খুবির ৩নং একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। আজ ০৫ মার্চ (বুধবার) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনের পর একাডেমিক ভবনসমূহে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ, অনুুষ্ঠানের ছবি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি প্রদর্শন করা হবে।
সব একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। যা দেখে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভরতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি সম্পর্কে সকলে সম্যক ধারণা পাবে। উপাচার্য এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভরতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি তুলে ধরার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীরা স্থাপিত নোটিশ বোর্ডে যাতে ক্লাস ও পরীক্ষার সিডিউল প্রদর্শন করা যায়, সে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাফিস আহসান, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।