কুষ্টিয়ায় ১২ বোতল এলএসডি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযানে ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
ভেড়ামারা রেলস্টেশনে নায়েব সুবেদার গোলাম ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৫০ এমএল’র ১২ বোতল ভারতীয় এলএসডি এবং বিভিন্ন ধরনের ১,২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারির মোট সিজার মূল্য আনুমানিক ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। এ বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।