কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ দুলাল মিয়া (৫৫) নামে ১জনের মৃত্যু হয়েছে।
মোঃ দুলাল মিয়া কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে রোববার (১৬ মার্চ) দুপুর ১২.৩০টার দিকে কচাকাটা -ভূরুঙ্গামারী সড়কের শিঙ্গিমারী ব্রিজ সংলগ্ন।
স্থানীয় সূত্রে জানা যায়, অটো রিকশার পরস্পরকে ধাক্কা দিলে মোঃ দুলাল মিয়া রাস্তায় ছিটকে পড়ে যায়। পিছন দিক থেকে ছুটে আসা মাল বোঝাই ট্রলি (বেকপুট) মোঃ দুলাল মিয়ার শরিরের উপর দিয়ে যায়। ফলে মোঃ দুলাল মিয়া গুরুতর আহত হোন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।