কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) ত্রান দুর্যোগ ব্যবস্থা সম্পাদক শাকিল গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলাকারী কেন্দ্রীয় ছাত্রলীগ উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক ফ্যসিস্ট শাকিল’কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা এলাকায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখ ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত মূল হামলাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদক মোঃ সালেকুর রহমান শাকিল (৩৪) কে ৪ এপ্রিল’২৫ ) ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির ত্রান ও দূর্যোগ ব্যবস্থা সম্পাদককে গ্রেফতার করা হয় এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।