কালীগঞ্জে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

কালীগঞ্জে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট। ছবি মোঃ শিপন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩ মার্চ) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটের দিকে কমলাপুর গ্রামের ভ্যানচালক রইস উদ্দিনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা আলমারি ভেঙে নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
গরু বিক্রির টাকা হাতিয়ে নিল চোরেরা
ক্ষতিগ্রস্ত রইস উদ্দিন জানান, কিছুদিন আগে তিনি গরু বিক্রি করে এক লক্ষ টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু সেই টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
তিনজন চোর মোটরসাইকেলে এসেছিল
এলাকাবাসীর সূত্রে জানা যায়, চোরের সংখ্যা ছিল তিনজন এবং তারা মোটরসাইকেলে করে এসেছিল। চুরির সময় বাড়িতে কেউ ছিল না, ফলে তারা সহজেই আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পুলিশের অবস্থান
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ ঘটনায় তৎপর রয়েছে।”
এদিকে, একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।