সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকা শীর্ষক সেমিনার করলো- কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশন

কুড়িগ্রামের কচাকাটায় সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ জুন কচাকাটা কলেজ হলরুমে মোঃ নুর ইসলাম, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এর সভাপতিত্বে এই সেমিনার আয়োজন করে কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশন।
সেমিনারে সমাজ উন্নয়নে পেশাজীবীদের ভুমিকার বিভিন্ন দিক তুলে ধরে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজ সেবক আলোচনায় অংশ নেন।
গবেষণাপত্র উপস্থাপন করেন জনাব মোঃ আব্দুল হাকিম, লেখক ও সৌদি আরব প্রবাসী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কচাকাটা থানা।
এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ লুৎফর রহমান দুলু,ডিজিএম (অব.), মাওলানা মোঃ হানিফ উদ্দিন, অধ্যক্ষ (অব), অধ্যক্ষ, কচাকাটা কলেজ, অধ্যক্ষ, বলদিয়া ডিগ্রি কলেজ, অধ্যক্ষ, কচাকাটা মহিলা কলেজ, প্রধান শিক্ষক কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়, সুপার, কচাকাটা বাজার দ্বিমুখী দাখিল মাদরাসা, প্রধান শিক্ষক কচাকাটা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয়, চেয়ারম্যান, কেদার, কচাকাটা ও বলদিয়া ইউনিয়ন পরিষদ।
উক্ত সেমিনারে কচাকাটা থানার বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি, ব্যাংকার, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক ও সমাজ সেবকবৃন্দ উপস্থিত ছিলেন।