কচাকাটায় শিবিরের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কচাকাটা থানা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ জুন) সকাল ১০টায় কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থানা সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে সাবেক ও বর্তমান দায়িত্বশীল ভাইদের পারস্পরিক মতবিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মঈনুল ইসলাম, মাহবুবুর রহমান ও বিভিন্ন শাখা সেক্রেটারিয়েটবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের আমীর মাওলানা এনামুল হক, সাবেক থানা আমীর খায়রুজ্জামান, সৌদি প্রবাসী আব্দুল হাকিম, কেদার ইউনিয়ন জামায়াতের সভাপতি আতাউর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কচাকাটা ও কচাকাটা থানার বাহিরে দায়িত্ব পালন করা সাবেক এবং বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামান্তে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার সংবর্ধনা দেয়া হয়।