কচাকাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে নাগেশ্বর উপজেলার বল্লভের খাস ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭মার্চ) বিকাল ৪ ঘটিকায় মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বল্লভেরখাস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আ.ন.ম ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫ কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, কচাকাটা থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ এনামুল হক ও সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন বিএসসি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মাহফিলের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
তিনি আরো বলেন,”রমজান মাস আমাদেরকে তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।”
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক ও সেক্রেটারী আব্দুল বাতেন বিএসসি।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।