এম.এইচ আরমান: কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই লাখ ৭৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারকারিকে আটক করেছে। অভিযানে নেতৃত্ব দেয়া অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, গোয়েন্দা নজরদারি চালিয়ে রোববার বিকাল সাড়ে ৫ টায় নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. হাসান আলী (৪৮) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার চাঁদ মিয়ার ছেলে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, বিকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় জনৈক ব্যক্তির বাড়ীতে ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
“ বাড়ীটি তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২ লাখ ৭৪ হাজার ইয়াবা। ”
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান , প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার মাদকের চালানের সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান রফিকুল ইসলাম।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।