শাকুর মাহমুদ চৌধুরী:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় ঝুলন্ত অবস্থায় সৈকত বড়ুয়া (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সাথে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন তিনি। অনেকের ধারণা, প্রেমের জেরে আত্মহত্যা করেছেন। তবে তা কতটুকু সত্য জানা যায়নি।
নিহত যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন মাইক্রোবাস চালক।
সোমবার (৯ আগষ্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পাশ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে দড়ি গলায় ঝুলন্ত অবস্থায় সৈকতের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।