কক্সবাজারের উখিয়া উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সুখী বড়ুয়া (৬০) পুত্রবধূ রোকেন বড়ুয়া স্ত্রী মিলা বড়ুয়া (২৮) ও তার ছেলে রবিন (০৫) বড়ুয়া এবং নাতি শিবু বড়ুয়া মেয়ে সনি বড়ুয়া (৬)।
প্রতিবেশীরা জানান,ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকতেন সখী বড়ুয়া।
সকালে কাউকে দেখতে না পেয়ে বাড়ির ভেতরে তালা দেখা যায়। পরে খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান,গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনি বলা যাচ্ছে না।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক : মোহাম্মদ রুবেল, প্রকাশক : এম এইচ আরমান
১৫৮ ডিআইটি এক্সট রোড (২য় তলা) ফকিরাপুল, ঢাকা-1000, বাংলাদেশ। মোবাইলঃ সম্পাদকঃ ০১৯০৬০৫৬৩৯৯ ; প্রকাশকঃ ০১৮৭৬৫৪৪৮২৯ ; বিজ্ঞাপনঃ ০১৭৭৫৭৯৭০৮৫ ; E-mail: info@ekusheybarta.com ; Gmail: ekusheybartaonline@gmail.com
২০১৩-২০২৩© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত