উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় ও গ্রাম আদালত নিয়ে আলোচনা

আজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব উত্তম কুমার দাস।
সভাপতি শুরুতেই গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিয়মিত এজলাসে বসে গ্রাম আদালত পরিচালনা করবেন। গ্রাম আদালত এর এখতিয়ার ভুক্ত মামলা কোন ক্রমেই সালিশি করা যাবে না কারণ সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই।আপনারা নিশ্চয় অবগত আছেন গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।
এখানে ফৌজদারী মামলার ফি ১০/-টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/-টাকা এ ছাড়া এ আদালতে অন্য কোন টাকা লাগেনা।উক্ত আইনশৃঙ্খলা সমন্বয় সভায় নাসির উদ্দিন লিটন উপজেলা কো-অর্ডিনেটর ডাসার ও কালকিনি উপজেলা,মাদারীপুর বিগত তিন মাসের গ্রাম আদালতের মামলার চিত্র তুলে ধরেন।সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালকিনি উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ।