ঈদের আগে রেলের ভাড়া বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ঈদের আগে হঠাৎ করেই ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে, যারা ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন, তাদের জন্য এই ভাড়া বৃদ্ধি বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করেছে।
জানা গেছে, আগামী ১৯ তারিখ থেকে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থে যথাক্রমে ৪৫, ৯২, ১০৯ এবং ১৬১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে, সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু এবং বনলতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলোর টিকিটের দামও বেড়েছে।
হঠাৎ করে ভাড়া বৃদ্ধির কোনো কারণ জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ঈদের আগে এভাবে ভাড়া বৃদ্ধি করা অমানবিক।
একজন যাত্রী বলেন, “ঈদের আগে বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু এখন দেখি ভাড়া বেড়ে গেছে। বাড়তি টাকা যোগাড় করা আমার জন্য খুব কঠিন।”
আরেকজন যাত্রী বলেন, “রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ঘোষণা ছাড়াই এভাবে ভাড়া বাড়িয়েছে। এটা ঠিক নয়। আমাদের উচিত এর প্রতিবাদ করা।”
ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন যাত্রী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা অবিলম্বে ভাড়া কমানোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, একটি সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।