ঠাকুরগাঁও এ অপহরণের ২৫ দিন পর বন্ধু সেজানের বাসার পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের অর্ধ গলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: বন্ধু সেজান তার আরেক বন্ধু মিলনকে নৃশংসভাবে চোখ উপ*ড়ে এবং যৌনাঙ্গ কে*টে হ*ত্যা করছে।
ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেমের ফাঁদে পড়ে অপহরণ হওয়া ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলনের লা*শ উদ্ধার। অপহ*রণকারী ছিলো মিলনেরই বন্ধু। এখন পর্যন্ত প্রধান আসামী সহ গ্রেফতার ৪ জন। মিলনকে অপহর*ণকারী এই সেই সেজান।
যে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। মিলনকে অপহরণের দুইদিন পরেই সে হ*ত্যা করে। হ*ত্যার ১৫ দিন পর বিভিন্ন সময়ে মিলনের পরিবারের কাছে মুক্তিপণের ২৫ লাখ টাকা নেয়। অনেকদিন ধরে ক্লু লেশ থাকার পর গতরাতে পুলিশ সেজানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার বর্ণনা অনুযায়ী শিবগঞ্জের পারপূগী বিট বাজার সেজানেরই বাড়ির সেফটি ট্যাংকি থেকে মিলনের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।সন্তান ও ধারদেনা করা ২৫ লাখ টাকা হারিয়ে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা ৩নং খনগাঁও ইউনিয়ন চাপাপাড়া নিবাসী পাঞ্জাব আলী দম্পতি এখন পাগলপ্রায়।
বন্ধু সেজান যে মেয়েটিকে দিয়ে প্রমের ফাঁদে ফেলছিলো তার বাসা তেলিপাড়ায়। তাকেও পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এবং মেয়েটি ঘাতক সেজানের ভাগ্নী!!